টাকা লাগবে টাকা
- মুহাম্মদ হেলাল উদ্দিন

টাকা লাগবে টাকা
যত টাকা প্রয়োজন তোমার
সাহায্য লাগবে সাহায্য
সব ধরনের সাহায্য করা হয় এখানে।

বাসা ভাড়ার টাকা, মাছ বা মাংস কেনার টাকা
স্কুল বেতনের টাকা; দরিদ্রতায় টাকার অভাব
আব্বু-আম্মুর মনে হেরি কষ্ট,
তবু হাসি মুখে সব মেনে নেওয়ার স্বভাব।
শুধু তোমাদের মুখে শুনি, টাকা লাগবে টাকা!

এই সামাজিক ব‍্যবসা প্রতিষ্ঠান বলে,
টাকা লাগবে টাকা!
এই মমতাময়ী বলেন,
''টাকা লাগবে টাকা,
যত টাকা প্রয়োজন
সমাধান করে নাও তোমার সমস‍্যা।"


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।