অতীত জীবন
- মুহাম্মদ হেলাল উদ্দিন - "বিশ্বময় বাংলা ভাষা"

অতীত জীবন


জীবনের কাটানো সময় অাজ স্বপ্ন।

কত বিচ্ছুরিত অবারিত আলোকরশ্মি

অাজ মিলিয়ে গেছে নীল আকাশের পানে,

অর্জনহীন গ্লানি রেখে মনের গহীনে।

তবু আশা,নতুন আশায় বুক বাঁধি

তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আলোর ভুবনে !




তবু অতীত জীবন প্ররণাদায়ী ভবিষ্যতের

সুন্দর পথে। কত রোমাঞ্চকর মুহূর্ত হাজির হয়

কর্মের পথে, আপন স্মৃতির মানসপটে।

অনাগত ভবিষ্যৎ সুশ্রী হোক-

বারংবার শুনি কর্ণকুহরে

অতীত শিক্ষা নিয়ে -

ভেঙ্গে তব ব্যর্থতার গহ্বরে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।