সমাধি
- হোসাইন মুহম্মদ কবির - হৃদয়ে রক্তক্ষরণ ২ ১৯-০৪-২০২৪

তুমি কী প্রজাপ্রতি হয়ে ঘুরেবেড়াও আমার চারিপাশে তুমি কী আমার মুখের মিধ্যে হাসি বেঁচে থাকার ব্যর্থ অভিনয় দেখে তুমি কি ভাবছো? পৃথিবীর রঙ্গিন স্বপ্নঘোরে সীমাহীন মায়াতে আমি বেঁচে আছি তুমিহীন চোখে অনেক স্বপ্ননিয়ে? না,না,না, এ তোমার ভুল ভাবনা। এ পৃথিবীতে নিঃশ্বাস নেয়ার নাম কী বেঁচে থাকা? স্মৃতির আঘাতে ক্ষতবিক্ষত হৃদয়, বিরহ দহনে মন পুড়ে ছাই, চোখেরজলে বুক হয় নদী গভীর শূন্যতায় নিশি হয় ভোর। ছন্নছাড়া বিষময় জীবন যাত্রা নিজ জীবন থেকে পালিয়ে বেড়াই প্রতি মুহূর্তে,এর নাম কী বেঁচে থাকা? মানুষ এক বারই মরে কিন্তু তোমার অপূর্ণতায়,আমি রোজ মরি, ও জীবন সাথী,তোমার সমাধির পাশে দাঁড়িয়ে বিধির কাছে দুহাত তুলে প্রার্থনা আর একটা নতুন সমাধির অপেক্ষা, আমার শেষ ইচ্ছে বিধি যেনও করে পূরণ,তোমার সমাধির পাশে হোক আমার শেষ সমাধি। ০৬/০৫/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।