সফেদ বারীন্দ্র
- ফাইয়াজ ইসলাম ফাহিম
তোমার সফের দুগ্ধের বারীন্দ্র
খুলে দাও হে তিলোত্তমা,
তোমার সফেদ বারীন্দ্রের জল
খেতে চাই,নিজেকে রোমাঞ্চিত করতে চাই।
.
হে তিলোত্তমা খুলে দাও
তোমার সফেদ দুগ্ধের বারীন্দ্র,
একটু খেতে চাই
তৃষ্ণীম্ভাব দূর করে একটু আনন্দ পেতে চাই।
.
হে তিলোত্তমা খুলে দাও
তোমার সফেদ দুগ্ধের বারীন্দ্র,
নিশ্চুপ থেক না
করো নাকো মম সঙ্গে দ্বন্দ্ব।
.
হে তিলোত্তমা খুলে দাও
তোমার সফেদ দুগ্ধের বারীন্দ্র.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।