স্বা ধী ন তা
- ফয়েজ উল্লাহ রবি

আমার কাছে স্বাধীনতা মানে - দু’হাতে লুট করা
অনাহারে অর্ধহারে বীর সেনানীর ধুকে-ধুকে মরা ।।
আমার কাছে গনতন্ত্র একজনের বার-বার এক শাসন
প্রজা কাঁদে দুঃখের ভাড়ে, রাজার হিরে-মতির সিংহাসন।
দেশে স্বাধীনতা মানে অন্যায় করে মাফ পেয়ে যাওয়া
সরকারী দলের লোক বলে সব কিছুই পাওয়া ।
স্বাধীনতা মানে মুক্ত আকাশ সবার সমান অধিকার
অথচ আমার দেশে বিশাল প্রশ্ন ? বলো এই রাষ্ট কার ?
কারো বাপের কারো স্বামীর - আমরা জনগন ক্রীতদাস
রাজার গোলা ধনে ভরে, প্রজা খাচ্ছে শুধুই বাঁশ ।
আমার স্বাধীনতা তোমার হাতের খেলনা কেন ?
তোমার ক্ষমতা আছে বলে - ফলাও যেন-তেন ।
মুখ থেকেও বোবা আমি; কান আছে তবু বধির
ক’বে পাবো অধিকার! স্বাধীনতার অপেক্ষায় অধীর ।


জানুঃ/মে ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।