অ পে ক্ষা
- ফয়েজ উল্লাহ রবি

কালকের তোমার কথা গুলো
“এই যেন আমার ছোট্ট বেলার স্মৃতি
যেন কিছুটা আমার কিছু অন্য কারো পরিচিত সম্প্রীতি”
স্কুল জীবনের স্মৃতির ভেড়াজালে জড়ালে -
মনের মণি কোঠায় জাগালে জং- লাগা ক্ষত
ভুলে গিয়ে ছিলাম সব কথা! মনে ছিলো যতো-শতো।
হারানো দিনের ঋণে যেন ফের আমায় বাঁধলে
চোখ বন্ধ করে হারিয়ে গেলাম, শুধু কি কাঁদালে ?
জলের ফোঁটা গাল বেয়ে শরীরে ঝরে পরে-
অব্যক্ত কথা-মালা জমা আছে অনেক বছর ধরে ।
তুমি আজ হঠাৎ এসে দেখালে চোখে আঙ্গুল দিয়ে
মোটেও ভালো ছিলাম না সেই সব কথা ভুলে গিয়ে।
হারনো সাথী, হারিয়ে যাওয়া স্মৃতি হয়নি আজো ইতি
পৃথিবীর নিয়মে চলছি তুমি-আমি; তাইতো জীবন পায় গতি ।
দেখা দিও; যদি অবসর হয় কখনো স্মৃতির পাও চিত্র-রেখা,
থাকবো আমি তোমাদের সেই শহরে - করবো অপেক্ষা।

অক্টো-নভে- ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।