হে মৃত্যু আমায় তোর সঙ্গী কর
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে মৃত্যু আমায় তোর সঙ্গী কর
আমি তোর ভালবাসা পেতে চাই
করিস নে তোর ভালবাসা থেকে পর।
.
হে মৃত্যু তুই ছাড়া
আমায় আর কেউ বেশি ভালবাসতে পারবে না
হে মৃত্যু আমি তোর ভালবাসা পেতে চাই।
.
তুই তো আমার ভালবাসার কেন্দ্রবিন্দু
তুই ছাড়া কে আমার সঙ্গী হবে বল,
সবাই ছেড়ে যায়
তুই ছেড়ে যাস না, দেখিস না আমার চোখে কষ্টের জল।
.
হে মৃত্যু আমায় তোর সঙ্গী কর
তোর ভালবাসা বিনে হয়েছি আজ যাযাবর,
হে মৃত্যু ভালবাসা দিয়ে আমায় তোর জীবন সঙ্গী কর
তুই ছাড়া সবাই এখন আমার পর।
.
হে মৃত্যু তুই ছাড়া নেই যে কেউ আপন
সবাই আজ আমায় নিয়ে খেলে
দেখায় মেকি স্বপন,
হে মৃত্যু তুই আর করিস না খেলা
তোর ভালবাসা চাই কেড়ে নে মম জ্বালা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।