প্রেমাস্পদা মরিয়ম
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে আমার মরিয়ম,হে আমার মনের সম্রাজ্ঞী
তোমার সৌন্দর্যে মোহিত হয়েছি
নিজের লাজ- শরম ক্ষুয়েছি
নিজের অজান্তে ভেবে চলছি তোমায় হরদম।
.
হে আমার মরিয়ম,হে আমার মনের সম্রাজ্ঞী
আমি জানি না কবে তোমায়
স্পর্শ করব
কবে তোমার ভালবাসায় নিজেকে হারিয়ে ফেলব।
.
হে আমার মরিয়ম,হে আমার মনের সম্রাজ্ঞী
তুমি আমার ভালবাসার প্রোটোপ্লাজম হয়ে গেছো,
আমার ভালবাসা আজ নতজানু
হয়ে তোমার কাছে বেঁচে থাকার আর্জি জানায়।
.
হে আমার মরিয়ম, হে আমার মনের সম্রাজ্ঞী
আমায় কভু ভুলে যেও না,
তোমার বক্ষে আমায় জায়গা দাও
তুমি ছাড়া আমার ভালবাসা বড্ড অসহায়।
.
হে আমার মরিয়ম,হে আমার মনের সম্রাজ্ঞী
তোমার প্রেমের মারীগুটিকা রোগে আমি আক্রান্ত,
পারলে তোমায় ভালবাসা দিয়ে সজীব করো, আমায় মুক্তি দাও
নচেৎ মৃত্যুর দ্বার উন্মোচন করে দাও.....
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
১০-০৫-২০১৮ ১৩:৩১ মিঃ
.
হে আমার মরিয়ম,হে আমার মনের সম্রাজ্ঞী
তুমি আমার ভালবাসার প্রোটোপ্লাজম হয়ে গেছো,
আমার ভালবাসা আজ নতজানু
হয়ে তোমার কাছে বেঁচে থাকার আর্জি জানায়।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।