একটি মানুষ
- সাইফ রুদাদ

একটি মানুষের মুখে হাসি
নির্মল হাসি-
হাসির পেছনে আছে করুণ বাঁশি

মানুষ হাসি দ্যাখে- হাসির পেছনের বাঁশির সুর শোনে না
সে অর্থে মানুষ বধির এবং অন্ধ

আমাকে নিম্মে উল্লেখিত প্রশ্নের উত্তর দিতে বলা হলো-
ট্রাজেডি কী এবং লণ্ডভণ্ড ট্রাজেডির উদাহরণ দাও-
আমি লিখে দিলে- শর্ত ভাঙলেন প্রশ্নকর্তা
মার্কের বদলে লেখলেন
প্রশ্নকর্তার চেয়ে ছাত্র ভালো পণ্ডিত-

একটি মানুষ খুব নিরবে নষ্ট হতে দেখেছি বলেই
ট্রাজেডি সম্পর্কে আমার অগাধ জ্ঞান


অপরাহ্ন, ১০ মে ২০১৮
তালুকদার বাড়ি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।