ক্ষমতা
- সাইফ রুদাদ

তুমি ভেবো না ঈশ্বর-
তাসফিয়ার নিকট ক্ষমার দরখাস্ত পৌঁছে দিয়েছি
সে ক্ষমা করবে তোমায়
তুমি উপ-ঈশ্বরদের বোলো-
তাদের কোনো ভয় নাই

চঞ্চল সোহাগি, শোনো
তুমি ধর্ষিতা হলে
ঈশ্বরের ক্ষমার দরখাস্ত পাওয়া মাত্র
ক্ষমা কোরো কিন্তু-

ক্ষমা কোরে সজীব ক্ষত মুছে নিও
ঐ দরখাস্তের এক তা কাগজ দিয়ে
এ ছাড়া ঈশ্বর তোমার আর কী উপকার করার ক্ষমতাই রাখে, বোলো?



সকাল, ০৬ মে ২০১৮
তালুকদার বাড়ি


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।