কবিগুরুর জন্মজয়ন্তী
- উত্তম চক্রবর্তী ১৯-০৪-২০২৪

পৃথিবীতে কেউ কারো পরিপূরক হবে না !
নক্ষত্র আপন নিয়মেই উজ্জ্বলতা দান করে;
প্রকৃতিতে কেউ কারো সাথে চেহারায় জ্ঞানে
বুদ্ধিতে কখনো মিলেই না।

প্রতিভা সবার থাকে ভিন্ন ভিন্ন ভাবে-
তবে বিশেষ ব্যক্তির অবদান বিশ্বে
অবিস্মরণীয় থাকে তাঁর স্বীয় মহিমায়।

বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি-
অতীব প্রশংসনীয়; বাংলা সাহিত্যের এমন
কোন শাখা নেই যেখানেই তাঁর
সোনালি ছোঁয়া লাগেনি।

মানুষ বেঁচে থাকে তার কর্মেই!
যার জন্ম সঙ্গীত, সাহিত্য পরিবারে,
সাথে শুদ্ধ কর্মযোগে মণিকাঞ্চনযোগ।

তাইতো কালজয়ী এই কবি একাধারে-
বাংলা সাহিত্যের একছত্র অধিকারী।
মানুষের মনে দোলা দেয় কবির-এ
অনিন্দ্যসুন্দর সব গান!

আমাদের প্রাণের আশ্রয় কবিগুরু।
এই মহান কবির জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি !
বাংলা বারোশত আটষট্টি সনের পঁচিশ বৈশাখ
কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর
পরিবারে জন্ম।


তাং - ০৮/০৫/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।