বসন্ত কুড়াই
- নাহিদ সরদার

বসন্ত কুড়াই
মো: নাহিদ সরদার
এক দিঘি জল
ঘোলাই গিয়ে চল
এখন বসন্ত দুপুর
ও মেয়ে খুলিস নারে নূপুর।,
পাতাদের পাড়ায় লেগেছে আগুন,
দক্ষিন খুলে দে
ডাকিছে ফাগুন।
নারকেল পাতায় বাতাসের দোল,
আকাশের রঙ দেখি- খোল দোর খোল,
চোখে রেখে চোখ চল পড়শি জ্বালাই
হাতে রেখে হাত চল দিগন্ত পালাই।
চল নদীর কাছেতে যাই
এক নদী সুখ নিয়ে বসন্ত কুড়াই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।