ডিসপুট কাহিনী
- নাহিদ সরদার
ডিসপুট কাহিনী
মো: নাহিদ সরদার
ঝামালেটা শুরু হয়েছিল পানির তলা থেকে
তারপর ঘরের পোতা কেটে তৈরি করা হলো পথ
সেই পথ বেয়ে একটুকরো আগুণ এসে পুড়াল সবুজ শিরিষের পাতা
ঝলসানো নারকেলের পাতায় লেগে থাকা রক্তের দাগ
ফের মনে করিয়ে দেবে একাত্তর
না এ নয় বিভৎস একাত্তরে করুণ বর্ণনা
সময়টা ২০১৭, ৩১ ধারার সামান্য ডিসপুট কাহিনী।
যায়হোক তারপর যাতায়াত পথ,
বাপদাদার দখলি জমি বা বদলকৃত জমি গুলো চলে গেল বেদখল,
বাড়িগুলো ভেঙ্গে দিয়ে সেখানে বানানো হল মস্ত বড় গোদামঘর,
আটকে রাখা হলো কতগুলো মানুষের হাহাকারী জীবন।
ঝমালেটা দ্বিতীয়বার শুরু হলো
পানির তলে পড়ে থাকা জমিটা নিয়ে
সেখান থেকে উঠে এলো একটা মানুষ কাটার যন্ত্র প্রথমে কাটা হলো, ভাইয়ের গলা
দ্বিতীবার ভাইপোর গলাটা ছিঁড়ে ফেলার আগেই নিশ্চিত হয়ে জানা গেল
যে জমিতে ডিসপুট পড়েছে সেই জমির মালিক সে-নয়
পুকুরের পাশের অবর্জনায় ভরা মাত্র সাড়ে তিন হাত জমির প্রকৃত মালিক তিনি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।