নৈতিকতা
- নাহিদ সরদার
নৈতিকতা
মো: নাহিদ সরদার
আমি গর্জে উঠার আগেই স্বর্ণকুমারীর হার চিঁড়ে পালল পুলিশ
আমি গর্জে উঠার আগেই
বাপের মাথায় বাড়ি মেরে
চেঁচিয়ে বললো, বেজম্মাটাকে মেরে দিয়েছি।
আমি গর্জে ওঠার আগেই মায়ের টুটিটা চেপে
রক্তের টাকায় কিনে নিল গাজা
আমি গর্জে উঠার আগেই মঞ্চ থেকে লাথি খেয়ে পড়ে গেল তালেব মাস্টার ও অন্যান্য সুন্দর।
আমি গর্জে উঠার আগেই
বিকেলের আকাশে জমেছে এক ঝাঁক কালো মেঘ
যার তলে বসে মদ ও গাজার নেশায় কাতরাচ্ছে এক দল আগামীর গান
আমি গর্জে ওঠার আগেই শিক্ষকের মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে চলে একজন ছাত্র
হায়রে আমি মরে গেলাম গর্জে উঠার আগেই ।
০৪/০৩/২০১৮
রবিবার, দুপুর, ১: ৩০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।