একজন কচ্চপ বিক্রেতা
- নাহিদ সরদার

একজন কচ্চপ বিক্রেতা
মো: নাহিদ সরদার

বাবা মায়ের সঞ্চিত ঘাম
দাম মোটামুটি চল্লিশ অথাবা লাক্ষ
আমি লন্ডন প্রবাসী,
কাম ব্যাক বাংলাদেশ সাথে সুন্দর রমণী
স্বগত ভঙ্গিতে বরণ করেছে
অামার অনৈতিকতা
বাবা মায়ের জমানো ঘাম থেকে তৈরী করেছি চলান-
মদ ও কিছু ফর্সা রমণীর।
এক চালানেই চল্লিশ থেকে এক - মানে এক কোটি।
দ্বিতীয় চালান রেডি - পার্টনার বিদেশী বলেই
বউয়ের গলায় পড়বে হীরামতি,
কিন্তু সকাল হতেই গিলে নিল বাংলার সবুজ ও একটা রূপসী নদী,
বউয়ের গলা থেকে নেমে গেছে হার
আর আমার মাথায় নদী থেকে উঠে এসেছে কিছু কচ্চপ
রাত হলেই অন্যের দরজায় টোকা মেরে বলি
কচ্চপ নিবেন না 'কি একটা কচ্চপ
আপনারা আমাকে এখন একজন কচ্চপ বিক্রেতা বলতে পারেন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।