খসে পড়া চিঠিতে যা লেখা আছে
- নাহিদ সরদার

খসে পড়া চিঠিতে যা লেখা আছে
মো: নাহিদ সরদার

ঠোঁট লাল গায়ে সমস্ত সবুজ সেই পাখি দেখে
উড়ার বাসনা হলো আমাদের
একটা তর্জনি বলেছিল, সবুজ ও লাল রঙের পাখি হতে হলে ঢালতে হবে
এক সাগর রক্ত ও বিস্তর প্রাণ।
তরপর রক্তের মিছিল
ছিন্নভিন্ন নিকট ইজ্জত ও
ত্রিশ লক্ষ প্রাণ,
হয়ে গেলাম সবাই লাল সবুজের পাখি
উড়তে পেরেছি না'কি?
জানার আগেই
লাল ঠোঁট সমস্ত সবুজ পাখিটা আবার এলো
তাঁর ঠোঁট থেকে খসে পড়ল একটা চিঠি
তাতে লেখা- তোমরা আমার মতো উড়তে পারনি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।