অামি ও রিফাত
- নাহিদ সরদার
আমি ও রিফাত
মো: নাহিদ সরদার
আমার বন্ধু রিফাত
ক্লাসে তেমন ভালনা
গত পরীক্ষায় দশ মার্ক কম পেয়েছিল
ওর মা' টা মোটেও বকেনি
অথচ আমি দুইটা মার্ক কম
তুমি ঠাস করে চড় মেরে বললে - বলদ।
জানো মা, রিফাত বড় একটা মাঠে লাফায় খ্যালে,ছোটে।
আচ্ছা, মা তুমি কি বলত পার?
মাঠগুলো সব হয় কেমন?
মাঠগুলো কি ঘরের মতো?
আটকা থাকে
উকি মারার দরজা আছে?
আমি যেমন উকি মারি বাহির দিকে
ওরাও কি উকি মারে খেলতে যেয়ে?
মাঠেরা কি আকাশের মতো
নাকি নদীর মতো
নদী গুলো কি নীল রঙের
আমি যেমন আকতে থাকি।
রিফাত কিন্তু পাঁচ খেলাতে চ্যাম্পিয়ন
ওর মাটা নাকি খেলতে বলে
বলতো মা, তাহলে কি ও পড়াশোনায় পারবে- ভালো?
কিন্তু দ্যাখো কিসুন্দর পেরেই গেল।
রিফাত বলে, ওদের একটা বাগান আছে
সেই বাগানে অনেক গাছ - গাছে ওঠে, নেচে বেড়ায় পাখির মতো
বলোতো মা, আমি কি আর পাখির মতো উড়তে পারি -
যেতে পারি যেথায় খুশি ইচ্ছে মতো?
যদি আমি রিফাত হতাম
তাহলে আমি পাখি হতাম
উড়ে যেতাম ঘুড়ির কাছে
বলতাম একটা প্রশ্ন আছে
হতে যদি বাধন ছিঁড়া কোথায় যেতে ?
উড়ে যেতে পাখির মতো যেথায় খুশি
নাকি আমার মতো
একটা ঘর -কিছু বই-আর্ট খাতা আর হাতের লেখায় বন্দি হতে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।