বেঁচে থাকার একটি মাত্র কাব্য
- নাহিদ সরদার
বেঁচে থাকার একটি মাত্র কাব্য
মো : নাহিদ সরদার
যদি পাও একবার
ধর পেয়েই গিয়েছো
নির্জন পথের বাকে নিঃসঙ্গ
তুমি কি মানুষ রবে?
নাকি নখগুলো বড় হবে
তারপর রক্তাক্ত একটা লশ,
না লাশ নয় বিচ্ছিন্ন গোলাপ পাঁপড়ি
বড় বড় নখে কি করে সুন্দর ছেঁড়ো?- বুঝিনা।
যে সুন্দর তোমার - আমার বোন
যে সুন্দর হয়ে থাকে তোমার মা
যে সুন্দর হয়ে থাকবে তোমার বউ
যে সুন্দর ভালোবেসে তুমি ডাকো প্রিয়তমা
কি করে ছেঁড়ো সুন্দর
জগতে যা সুন্দর তা পূজনীয়।
যে সুন্দর ধারণ করে চলি
যে সুন্দর ছাড়া পৃথবী অচল
শপথ সেই সব নারীর ও
যে সুন্দর গর্ভ থেকে এসেছো
জানি, একদিন অবশ্যই ভালো হবে ভালবাসায় প্রতিশ্রুতি বদ্ধ পুরুষ
তারপর চোখের তারায় রেখে বলবে,
এ আমার বেঁচে থাকার একমাত্র কাব্য।
ভালো হতেই হবে
আমরা যে সবাই এক নারীর নাড়ি ছেঁড়া ধ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।