প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে আছি
- নাহিদ সরদার
প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে আছি
মো: নাহিদ সরদার
প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে আছি
টপকিয়ে যাচ্ছি একেকটা ভবন
রহিমের বাড়িটা দখল করার আগেই অন্ধগলিতে রেখেছি ধারাল ছুরি
এইতো ক 'দিন আগে কলমের খোঁচায় নিলাম দশ লাখ।
প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে আছি - সংগত ভুলে গেছি বহু আগে
হয়তো ভুলেই গেছি গোলাপের রঙ
প্রিয়ার আলতো চুমু
মায়ের ভালোবাসা
আমি ভূলতে বসেছি আগামি জান্নাত
এখন চোখের সামনে
হুতামা
তুমি কি জানো হুতামা কী?
হুতামা ইশ্বর প্রোজ্জ্বলিত অগ্নি
যা গ্রাস করবে পাপিষ্ঠ হৃদয়
আমাকে বেষ্টন করে নেবে আগুনের পাচিল।
প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে আছি চোখের সামনে জ্বলেছে হুতামা- দেখিনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।