অপবিত্র দংশন শেষে
- নাহিদ সরদার

অপবিত্র দংশন শেষে
মো: নাহিদ সরদার
অপবিত্র দংশন শেষে নেমে এলো রাত
তারপরে সোনালি সকাল
আমার মাথায় পরানো রূপালী তাজ
পেপারের হেডিং জুড়ে আমি
দু'এক দিনের ব্যবধানে রচিত আত্মজীবন
সেখান কেবল সুন্দর আর সুন্দর
কোথাও পাপ নেই, খারাপ নেই
অথচ অপবিত্র দংশন শেষে নেমে আসা রাতের কথা আমার বিছানা জানে।
অতএব যে অাত্মজীবনি রচিত হয়েছে সে আমার নয়,
অামার অাত্মজীবনি অবশ্যই হতে হবে পাপপূর্ণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।