বিশ্বাস আছে বলেই
- নাহিদ সরদার
বিশ্বাস আছে বলেই
মো: নাহিদ সরদার
বিশ্বাস আছে বলেইতো আমি প্রেমিক
বিশ্বাস আছে বলেই বিদীর্ণ হলুদ অমায়িক
বিশ্বাস আছে বলেই চোখ বুজে ভালোবাসা,
বিশ্বাস আছে বলেই, পেতে আছি আশা।
বিশ্বাস আছে বলেই ঠোঁটে হয় ঠোঁট রাখা
বিশ্বাস আছে বলেই তোমাতে আমাতে হবে দেখা,
বিশ্বাস অাছে বলেই তোমাতে রেখেছি বাজি
বিশ্বাস আছে বলেই বলে দিতে পারি
এই বেভুল নাওয়ের তুমিইতো মাঝি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।