চোখের চাহনি
- নাহিদ সরদার

আমি কেবল চিনেছি সেই চোখের চাহনি
ভুলে গেছি তাঁর নূরের নজরে
এই মুগ্ধ চোখ আর কোথাও পাইনি
তাই নিজেকে দিয়েছি বিলিয়ে সজরে।
কেবল তার চোখের মায়ায় পড়েছি
ভুলেছি নিজেকে সেই লাল টিপে
প্রিয়ার কপালে যেটা দেখেছি
যেন সবুজের মাঝে লাল সাড়া ফেলেছে অজানা এক দ্বীপে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।