জোসনা পেরুচ্ছে জল
- নাহিদ সরদার

জোসনা পেরুচ্ছে জল
মো: নাহিদ সরদার

তাঁর চাই জোসনার জল
কিন্তু আকাশের গায়ে নেই কোন রঙ- অমানিশা,
অন্ধাকার ভেদ করে চলে গেলাম চন্দ্র চূড়ায়
উনি দেখি পাহাড়ের গায়ে পিঠ পেতে দিব্যি বসে - তাই চারিদিকে এতো অন্ধকার।
বললাম, জোসনা চাই যে।
নারাজ চাঁদ বললো, দিতে নেই,
কি আর করা ধরেছি চাঁদের কলার
তারপরে একমুঠো জোসনা ছুঁড়েছি অমানিশা
চারিদিকে ছড়ানো থৈথৈ চাঁদের আলো
এবার লাগবে জল
জল মানে বৃষ্টি
কিন্তু মেঘরাজ গুছিয়ে নিয়েছে মেঘ
কি আর করা চলে গেলাম মেঘের পাড়ায়
শুভ্র মেঘের আড়ালে পেয়ে গেলাম এক টুকরো কালো মেঘ।
বললাম বৃষ্টি চাই
গোমড়া মুখে মেঘ বললো
এ ভরা জোসনায় যেতে নেই
আমার চাই জল তাই ধরেছি মেঘের চুল।
এবার জোসনা পেরুচ্ছে জল


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।