ছেঁড়ে যাচ্ছি - তুমি এসো
- নাহিদ সরদার

ছেড়ে যাচ্ছি - তুমি এসো
মো: নাহিদ সরদার

ছেড়ে যাচ্ছি রেখে
হাত ছেঁড়া ঘাড় কাটা পাঁ ছেঁড়া শহর
দু-দিন এই শহরে হাসতে দেখিনি
তবে কাঁদতে দেখেছি
ছুঁটতে দেখেছি
মরতে দেখেছি
ভালোবাসতে দেখিনি।
এইখানে বৃষ্টি ঝরে
দালানের গা ঘেঁষে বৃষ্টিরা পড়ে
পাতা ও বৃষ্টির মিতালী নেই
চলে যাচ্ছি- রেখে যাচ্ছি কিছু অপরিচিত মুখ - ভাল থাক।
চলে যাচ্ছি নাড়ি ছেঁড়া ঘ্রাণে
যেখানে বৃষ্টি কদম চাটে
যেখানে পাতার ঠোঁট চুমে ঝরে পড়ে বৃষ্টি।
হে হাত কাঁটা পা - ছেঁড়া শহরে মানুষ
আমার মাটি ভরা গ্রামে তোমায় নিমন্ত্রণ
একদিন চলে এসো
তোমাকে দেবই এক গ্রাম মুক্ত নিঃশ্বাস
সেই সাথে দেব ভাল থাকার অাশ্বাস।
ছেড়ে যাচ্ছি - তুমি এসো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।