দুদার্ন্ত ফিরে আসা
- নাহিদ সরদার

দুদার্ন্ত ফিরে আসা
মো : নাহিদ সরদার

কাঁদছো যে!
চলে যাচ্ছি বলে?
-কেঁদনা
আকাশের দিকে তাঁকাও
দ্যাখো কেমন নিজস্ব নীলিমায় উজাড় করেছে
নদীর দিকে তাঁকাও
দ্যাখো ভরে আছে কেমন তরঙ্গিত যৌবনে
গাছের দিকে তাঁকাও
দ্যাখো কেমন বিপুলা রয়েছে দাঁড়িয়ে
মাটির দিকে তাঁকাও
দ্যাখো মেলে রয়েছে কেমন সম্ভাবনাময়
এবার আমাকে দ্যাখো
মাটির মোলাটে কেমন ছিন্নভিন্ন রয়েছি
এইখানে পাবে
রঙচটা জিন্স, একজোড়া ছেঁড়া জুতো ও তিলেপড়া সাদাটে একটা জামা।
জানোতো ভরা যৌবনে বেকার থাকতে নেই
তাই যেতে হবে ছেঁড়ে - কেদনা'রে সুখ।
অপেক্ষায় থাকো দুর্দান্ত ফিরে আসার
আর ঝরায়োনা জল; মুছে ফেলে - চুমু দাও
দেখো একদিন অবশ্যই সমস্ত গায়ে ঐশ্বর্য মেখে ফিরে আসব
কার স্পর্ধা হবে বলো; তোমাকে সরায়
কেবল প্রতীক্ষা কর দুর্দান্ত ফিরে আসায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।