যে তোমার
- ফয়েজ উল্লাহ রবি

যে তোমার নিয়েছে খবর রোজ
- সেই এখন হয়ে গেছে নিখোঁজ।
যে তোমায় বুঝেছে বুঝ
- সেই এখন হয়েছে অবুঝ।
যে তোমায় বেসেছে ভালো
- সেই আজ হয়েছে আঁধার কালো।
যে তোমার ছিলো খুব-খুব আপন
- তাকে ছাড়াই তোমার জীবন যাপন।
যে তোমার বুঝতো মনের সব কথা
- সেই আজ হয়েছে গেছে অযথা।
যে তোমার সব চেয়ে দামী
- আজ সব চেয়ে সস্তা আমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।