একদিন ভালোবাসা হীন
- ফয়েজ উল্লাহ রবি
মনে করো একদিন - ‘ভালোবাসা’ নামের শব্দটি
পৃথিবীর সব গ্রন্থ থেকে মুছে গেছে,
মানুষের মনে একবিন্দু ভালোবাসা নেই।
আঁকড়ে ধরে চিঁড়ে খাচ্ছে মানুষ মানুষের গোস্ত
হয়তো সে দিন আর বেশি দূরে নয় !
যে হারে মানুষ পাষাণ হচ্ছে; এই পৃথিবী হবে-
“একদিন ভালোবাসা হীন”।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।