তোমায় ভালবাসি মরিয়ম
- ফাইয়াজ ইসলাম ফাহিম
হে মরিয়ম তোমায় ছুঁইতে চাই
তোমার কোলে ঘুমাতে চাই,
ভালবাসার চুম্বনে তোমার ঠোঁট কে
রঙ্গীন করতে চাই।
.
হে মরিয়ম তোমার দীঘল কেশের সুঘ্রাণে
মাতোয়ারা হতে চাই,
তোমার দুষ্ট আঁখির পানে চেয়ে
প্রেম রাজ্যে হারাতে চাই।
.
হে মরিয়ম তোমার বক্ষের
সফেদ সরোবরের জল খেতে চাই,
তৃষ্ণাত্ব মন কে শান্ত
করতে চাই।
.
হে মরিয়ম তোমার রূপের অনলে পুড়তে চাই
নিজেকে ভস্ম করতে চাই,
হে মরিয়ম তুমি আমায় ভস্ম করে দাও
তোমার রূপের অনলে পুড়ে মরে
ভালবাসার স্বর্গে যেতে চাই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।