একবার
- ফয়েজ উল্লাহ রবি
যদি কোন দিন মনে পড়ে
একবার যেও মোর সমাধির পাশ দিয়ে হেঁটে
কোন ফুল নাই বা দিলে
খালি হাতেই এসো! দুই নয়নে দেখো স্মৃতি ঘেটে ।
অশ্রু ফেলো না - আছলে মুছে নিও
চোখ আড়াল করো দু’হাতে ।
কতো স্বপ্ন ছিলো, ছিলো কতো আশা
দু’জনে সাজাবো ঘর ভালোবাসা ।
এক নিমিষে মিশে গেলো মাটির তলে
দু’ফোঁটা চোখের জলে ।
মরীচিকাময় জীবন কান্নাই সাথী; তোমার হতে গিয়ে
তবু মরেও বেঁচে আছি তোমার স্মৃতি নিয়ে ।
একবার যেও সেই পথে-
যে পথে হারিয়ে গেছি অজানা রথে ।
১৭ এপ্রিল ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।