প্রতিবিম্ব !
- ফয়েজ উল্লাহ রবি

তুমি তোমার মতো সে তার মতো বাঁচে
তোমার দুঃখে কাঁদে সে সুখে নাচে।
তবু তোমার মনে তার জন্য কেনো শুধু ঘৃণা
সে আছে বলেই ভুল থেকে শিখে বাজে জীবন বীণা।
যদি ধরে তোমার ভুল; কেনো হারাও কূল
সমালোচনায় সাজে জীবন; ফুঁটে জীবনের ফুল।
"শত্রু যারে ভাবছো তুমি সে তো শত্রু নয়"
সত্যিকারের বন্ধু সে - সত্য কথা কয়।
যারে তুমি ভাবছো পর; তুমি তার পরম প্রিয়
সে তোমার পথের দিশা, শুধু তারে ভালোবাসা দিও।

জানুয়ারি ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।