যে আকাশ
- ফয়েজ উল্লাহ রবি

যে পাখি ঘর ফিরেনা, যে পাখি মন বুঝেনা-
উড়ে যে সে অন্য আকাশ জুড়ে,
সে পাখির তরে আমার শুধু-শুধু মনটা পুঁড়ে।

যে ফাগুণ ফুল ফুটেনা, যে আগুন জ্বলে শুধু মনে-
শিশির ভেজা দুর্বাঘাসে নেই জলেরও কণা
সেই পথে আর যায়না লোকে জনে-জনে ।

যে আকাশে নীলের ছটা বাঁধে না আর ঝটা
পাখি উড়ে ঘুরে ফিরে পায় না যেন মজা
সে আকাশে চেয়ে দেখা দিচ্ছে যেন সাজা ।

যে কবিতায় আবেগ জাগে না মনে
সেতো নয় কোন কবিতা,
ক'বে বুঝবে কবি সে কথা !!


দাম্মাম, সৌদিআরব
শুক্রবার ৪ জ্যৈষ্ঠ ১৪২৫, ৫ মে ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।