মনের মানসী
- অরুণ কারফা

ঘোর অনিচ্ছা সত্বেও আমার
জানি না কেন কাঁদাই তারে
জ্ঞানতঃ নাই সাক্ষাৎ যার
নয়ন বুজলেই দেখি যারে।

নানান রকম ভোগ্যপণ্য
সবই জমছে থরেথরে
সুখ ভোগ করা যায়না দুনিয়ায়
একা একা বসে ঘরে।

একথা বুঝলেও সর্বার্থে আমি
বোঝাতে পারি না কিছুতেই তাকে
জীবনটা কি ভীষণ জটিল
বুঝতে পারছি বাঁকে বাঁকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।