একটি সকাল
- ফয়েজ উল্লাহ রবি

একটি কথা বলবো-বলবো বলে
হয়নি তো আর বলা,
একটি বিকেল সঙ্গে র'বো বলে
হয়নি তো আর চলা ।
একটি গোলাপ দেবো খোপাড়
কেটেছে অনেক বেলা,
একটু হাসির আশায় আমি
হয়নি যাওয়া মধুমেলা ।
সকাল-বিকেল চেয়ে পথে
পেতে তোমার দেখা,
ক'বে কভু চলো যদি তুমি
জ্বলবে হাতের রেখা ।

দাম্মাম, সৌদিআরব
শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪২৫, ৫ মে ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।