তোমায় ভালোবেসে
- ফয়েজ উল্লাহ রবি
আকাশ তোমার বাঁকা সে চাঁদ
ঐ যে মিষ্টি হাসে,
আঁধার আমার জীবন সাথী
তোমায় ভালোবেসে !
বৃষ্টি তোমার চোখ ধুয়ে যায়
দুঃখ যে দেয় মুছে,
কান্না আমার চোখের পাতায়
সুখটা নিয়ে শুষে ।
শিশির ভেজা দুর্বাঘাসে
জলের কণা জমে,
শুষ্ক আমার জমিনটা যে
সবুজও না জন্মে ।
পাথর তুমি ছুঁয়ে দিলে
পাথরে ফুল ফোটে,
স্বর্ণ আমি ধরি যখন
তামা হয়ে জোটে ।
ভাগ্য আমার এমন ছিলো
হয়নি আগে জানা
ভালোবেসে তোমায় আমি
শুনিনি তো মানা।
২২ মে ২০১৮ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।