কে আমি?
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমি ফোন দিলেই পৃথিবীর সমস্ত ব্যস্ততা তোমার কাছে আসে
আমি ফোন দিলেই তোমার চোক্ষে ঘুম আসে
ঘুমদেবতা সকল ঘুম তোমার চোখে লেপে দেয়।
আমি ফোন দিলেই তোমার মাথা ব্যথা করে কষ্ট হয়
আমি ফোন দিলেই তোমার ফোনে তোমার মা, মামাত ভাই, কলেজ ফ্রেন্ড ফোন দেয়।
.
আমি ফোন দিলেই তোমার ফোন সাইলেন্ট থাকে
আমি ফোন দিলেই তোমার ফোনের স্পিকার নষ্ট হয়
আমি ফোন দিলেই তোমার ভালবাসা বিদ্রোহ করে
আমি ফোন দিলে তোমার মনে জ্বালা বাড়ে
আমি ফোন দিতে বললে তুমি গরীব হয়ে যাও
আমি ফোন দিতে বললে তোমার ফোনে টাকা থাকে না।
.
আর তোমার সমস্যা কেন বা হবে না বলো
কারণ আমি তো তোমায় পাগলের মতো ভালবাসি,
সকল সমস্যা সকল অবহেলার কারণ তো একটাই
যে আমি তোমায় পাগলের মতে ভালবাসি....


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।