লিঙ্গের উপাসনা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
লিঙ্গের উপাসনা আর কতই করি
লিঙ্গ তো শোনে না বারংবার বলে স্যরি,
লিঙ্গের উপাসনা করে হয়নি কোন লাভ
তবুও লিঙ্গে বয়ে যায় অগ্নিতাপ।
.
লিঙ্গের উপাসনা করে
পারিনি লিঙ্গ কে করতে শান্ত,
নারীর সঙ্গ পেতে লিঙ্গ
বার বার হয় অশান্ত।
.
লিঙ্গের উপাসনা করেও নিভে না লিঙ্গের তাপ
কখনো হস্তমৈথুন করে
লিঙ্গের কমাই তাপ
তবুও লিঙ্গ নারীর সঙ্গ পেতে চায়
হোক বা্ তা পাপ।
.
লিঙ্গের উপাসনা করি তবুও
কমে না লিঙ্গের কোন শক্তি,
লিঙ্গ দেবতা বড্ড হিংসুক
শোনে না আমার ভক্তি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।