নিঃসঙ্গ
- ফাইয়াজ ইসলাম ফাহিম ২৫-০৪-২০২৪

হে তিলোত্তমা অঙ্গনা হে আমার কবিতা তুমি আমার প্রেমের পৃথিবী ছিলে
তোমাকে ঘিরে আমি আবর্তিত হতাম,
তোমাকে ঘিরে আমি সতত আবর্তিত হতে চেয়েছিলাম
তোমার জন্য আমি অন্য প্রেম গ্রহ -উপগ্রহ কে
কম আলা দিয়েছি।
বড্ড আশা ছিল তোমাকে সতত আলা দিয়ে যাবো
কিন্তু পারলাম না হে আমার কবিতা।
.
তোমার প্রেম পৃথিবী আমার আলা নিতে চায় না
সে নাকি আমায় সহ্য করতে পারে না,
তুমি জানো কি কবিতা
তোমার প্রেম পৃথিবীর জন্য
কত প্রেম গ্রহ-উপগ্রহ কে সে আপমান করেছি
কত প্রেম তারকা কে আমার ক্ষক পথ থেকে তাড়িয়ে দিয়েছি।
.
তুমি কি জানো কবিতা
কত সংগ্রাম যুদ্ধ আমায় করতে হয়েছে,
তোমার জন্য আমার মাতা আলো দেবী কে অপমান করেছি
তোমার জন্য তার কথা কে মান্য করেনি
তোমার জন্য আমার প্রতিবেশীদের কাছ থেকে উপহাসিত হয়েছি।
.
তবুও তোমাকে ঘিরে আবর্তিত হতে চেয়েছিলাম
কারণ তুমি আমার প্রেমের পৃথিবী ছিলে,
তোমাকে আলা দিতে ভালো লাগত
তুমি অহংকারী ছিলে
আমি অহংকারীকে কে পছন্দ করি।
.
অন্য প্রেম গ্রহ-উপগ্রহ কে আলা দিতাম না
তারা সহজেই আমার প্রেমে পড়ে যায়,
তারা সহজে আমার প্রেমের আলা পেতে চায়
কিন্তু তাদের কেমনে আলা দেই বলো
আমি তো অহংকারী প্রেম পৃথিবী কে ভালবাসি।
.
কিন্তু পারলাম তোমায় সতত আলা দিতে
তোমার প্রেমের পৃথিবী অনেক প্রেম গ্রহ-উপগ্রহের সনে সংযুক্ত ছিল,
যখনি তোমায় আলা দিতে যাই
যখনি তোমার প্রেম পৃথিবীর বাটন কে চাপি আলো দিতে
তোমার প্রেমের পৃথিবীর সঙ্গে সংযুক্ত হতে চাই
তখনি তোমার প্রেম পৃথিবী ব্যস্ত থাকে।
.
আলা দিতেই পারি না তোমার প্রেম পৃথিবী
অপরের সঙ্গে মত্ত হয় মধুর আলাপনে,
আমি বারংবার তোমায় ব্যস্ত পাই।
.
তোমার প্রেম পৃথিবী আমার আলা কে উপেক্ষা করতে করতে একদিন
সত্যি আমার আলা নিতে আগ্রহ হয়,
আমার পাশে সতত থাকার অঙ্গীকার করেছিলো
আমাকে ভালবেসে ছিল।
.
কিন্তু বর্তমান তোমার প্রেম পৃথিবী চেঞ্জ হয়ে গেছে
এখন সবার সঙ্গে সংযুক্ত রাখে
সবাই কে আপন ভাবে
কি দোষে তোমার পৃথিবী আমার আলা নিতে চায় না
আমার সঙ্গে যোগাযোগ করতে চায় না
তা আমার অবিদিত।
.
তোমার প্রেম পৃথিবী মত কোরে অন্য কোন গ্রহ -উপগ্রহ কে ভালবাসিনি
অন্য কাউকে এ্যাত্ত প্রাধান্য দেইনি,
অন্য কাউকে এ্যাত্ত আলা দেইনি
অন্য কাউকে এ্যাত্ত ভালবাসিনি হে আমার কবিতা।
.
আজ বড্ড কষ্ট হচ্ছে নিজেকে সব থেকে
বড় অসহায় মনে হচ্ছে,
পাশে এ্যাত্ত প্রেম গ্রহ - উপগ্রহ কিন্তু কাউকে
আমার আলা দিতে পারছি না।
.
আমার আলা গুলো তোমার প্রেম পৃথিবী কে আলা
দিতে দিতে তোমার প্রেম পৃথিবীর দাসে পরিণিত হয়েছে,
অন্য কোন প্রেম গ্রহ-উপগ্রহের কাছে থাকতে চায় না
যেতে চায় না।
.
অন্য কোন গ্রহ-উপগ্রহ কে আলা দিতে চাইলে
ঘুরে- ফিরে তোমার কাছে যায়,
কিন্তু তোমার কাছে যেতে পারে না
তোমার প্রেম পৃথিবীর দ্বার বন্ধ হে কবিতা
আমার আলা নষ্ট হয়ে যায়
নীলিমার বুকে খেলা খেলে।
.
তোমার প্রেম পৃথিবী কে ভালবাসার জন্য অন্য প্রেম গ্রহ - উপগ্রহ গুলো
আমার বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ আর আমার আলা নিতে চায় না।
এক সময় যে প্রেম গ্রহ উপগ্রহ গুলো আমার আলো পাবার জন্য
ব্যস্ত ছিল তারাই আজ
আমার বিরুদ্ধে বিদ্রোহ করে
কেউ আমার আলা নিতে চায় না?
.
সকল প্রেম গ্রহ উপগ্রহ গুলো আলাবিহীন অবস্থায় থাকতে চায়
কিন্তু কেউ আমার আলা নিতে চায় না
সবাই আজ প্রেম পৃথিবীর কথা বলে উপহাস করে।
.
তোমার জন্য আমার মা আলাদেবী
ঈশ্বেরের কাছে নিন্দিত,
তোমার জন্য আমি সবার কাছ থেকে
কটুকাব্য শুনি।
.
তুমি কি জানো কবিতা তোমার জন্য আজ আমি ঠিক মত কোরে
আবর্তিত হতে পারি না,
তোমার জন্য আমি মহাশূন্যে একা
কেউ আর আমার সাহায্য নিতে চায় না হে কবিতা।
.
কেউ আর আমার আলার জন্য করুণা করে না
কেউ আর আমার আলার জন্য বার্তা পাঠায় না,
এখন আমি যেন করুণার পাত্র হয়েছি
আলা নিবেন আলা নিবেন বলে আজ মহাশূন্যের রাজপথে
পায়চারী করতে হয়।
.
কিন্তু আলা নেওয়ার কোন গ্রাহক খুঁজে পাই না
আমি কাকে ঘিরে আবর্তিত হবো সেই গ্রহ - উপগ্রহ
খুঁজে পাচ্ছি না।
.
তোমার জন্য আমার মা আলাদেবী আমার সব আলা
কেড়ে নিয়েছে,
তোমার জন্য আমার মা আলাদেবী
আজ মানসিক ভাবে অসুস্থ
ঈশ্বর আমার থেকে আলো নিতে তাকে বাধ্য করেছিল?
.
তুমি কি জানো কবিতা আমি কতটুকু অসহায়
মহাশূন্যে আমি পাগলের মত কোরে ঘুরছি,
শত কোটি সহস্র মাইল পদব্রজ করি
কিন্ত কাউকে পাই না।
.
আমি যেন সত্যিকারের পাগল হয়েছি
তাই তোমার প্রেম পৃথিবী কে আর কখনো আলা দিতে পারব না,
আমি আর কখনো কাউকে ঘিরে আবর্তিত হতে পারব না
আমার সমস্ত শক্তি আমার মা আলাদেবী কেড়ে নিয়েছে।
.
হে তিলোত্তমা অঙ্গনা হে আমার কবিতা
তুমি আর কভু আমাকে তোমার প্রেম পৃথিবী কে ঘিরে আবর্তিত হতে বলো না,
আমার আর তেজ নেই
আমি নিজেকে হারিয়ে ফেলেছি.....

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
৩০-০৫-২০১৮ ১১:২১ মিঃ

তোমার প্রেম পৃথিবী আমার আলা নিতে চায় না
সে নাকি আমায় সহ্য করতে পারে না,
তুমি জানো কি কবিতা
তোমার প্রেম পৃথিবীর জন্য
কত প্রেম গ্রহ-উপগ্রহ কে সে আপমান করেছি
কত প্রেম তারকা কে আমার ক্ষক পথ থেকে তাড়িয়ে দিয়েছি।
.