কবি ও নারী 2
- অনিমেষ বিশ্বাস - আয়না ঘর

তুমি নিরবধি নদী হয়েছিলে
এ ফাগুন আগুন যবে
নিথর জল জ্যোৎস্নায় ,
শর্বরী তমশা আধখানি ভাঙা চাঁদে
ছিল ভাঙন ছিল দহন !
কাগুজে জমিনে ক্ষুরধার তীক্ষ্ম মসি ,
যে প্রেম অব্যক্ত তা মিলিয়ে মোহনা সাগরে।
যে তুমি বোঝেনি কবিতার আস্কারায়,
তোমার লজ্জাবতী লাজুক মুখ মাশকারায়,
লুকনো যাবে না কভু স্নিগ্ধ উত্তরী আঁচলে ।
নির্বোধ হলে তাই উপমার অলংকারে ,
সেই আবহমান কাল শোনাল তোমায় নির্ঝরের গান,
বৃষ্টি দিনে নিক্কন তুলে,
তাই তুমি আপনারে ভুলে
দেবতার আসন মেনে দিলে আত্ন বলিদান !
নারীত্বের গৌরবে তখন ছিলে আটখান।
অথচ তুমি নারী বা মানবী ছিলে
শুধু কবিতা অথবা কাগজে কলমে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।