রঙ্গিন দিনগুলো
- ফয়েজ উল্লাহ রবি
সেই দিন গুলো ভালোই ছিলো
সুখে-দুঃখে মিলে-মিশে,
চোখের জলে ভিজে গেলো
সুখ যে গেলো আজ পিষে ।
আঁধার কালো রাতের কালে
চেয়ে তোমার চোখে,
জলের নহর বয়ে বেড়ায়
বলো কোন সে দুঃখে ।
স্বপ্ন রঙ্গীন দিন গুলো মোর
হারালো কোন দূরে,
খুঁজে বেড়াই দিবা-নিশি
ডাকবো কোন সুরে ।
ঘুম ভেঙ্গেছে তোমার-আমার
ঊষার আলো পেয়ে,
কাটবে জীবন একলা একা
তোমারই গান গেয়ে ।
চলো দু'জন ঘরে ফিরি
বাহিরে নয় থাকা,
সাজাবো রঙ্গের পৃথিবী
বুকে তোমায় রাখা ।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
২০ জ্যৈষ্ঠ ১৪২৫, ৪ জুন ২০১৮
রাত ০১.৩৬ মিঃ
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।