স্মরণে তুমি
- প্রবীর রায়
বিদ্রোহী কবি নজরুল তুমি,যুব সমাজের হাতিয়ার,
তোমারি আদর্শে বহাল একতা,জাগ্রত হল দ্বার,
পথ প্রদর্শক নিখোঁজ তুমি,ঘুমন্ত সব প্রাণ,
সোনার বাংলা টুকরো আজ,দালালের পদঘ্রাণ,
দেশকে ভেঙেছে সাম্রাজ্যবাদী,রাজনীতির নিজ স্বার্থে,
সমাজ নারী-নেশাতে ব্যস্ত,দেশ চালায় অপদার্থে,
জননী আজ শিশুকে মারছে,পুরুষ করছে ভক্ষণ,
পরাধীনতা আজও কায়েম,অধিকারহীন রক্ষণ,
মুক্তির জয়গান কণ্ঠে-কণ্ঠে,বাস্তবে সবাই লোভী,
নিপীড়িত-লাঞ্ছিত অধিকার পাওয়াই,কুচক্রী সজাগ-ক্ষোভী,
বিপ্লবী আজ ঘরে-ঘরে,বিপ্লব মন্ত্র গুরুহীন,
তাই তোমাকে ডাকছে ভূমাতা,প্রতিবাদীরা দিশাহীন,
আবারো ফেরো,-কোনো এক বেশে,জ্বলন্ত অঙ্গার বুকে,
শব্দে লড়বে কলমের ছোঁয়াই,হিংস্ররা যেন রুখে ?
তোমার অনুভূতি প্রতিটি শিশুতে,ফিরে এসো তুমি বীর,
কোটি-কোটি প্রাণ দেব বলিদান, চরণে পূজিব আবির,
তোমারি অপেক্ষায় চেয়ে আছে গগন,চেয়ে আছে প্রকৃতি নীড়,
স্মরণ করছি তোমাকে বারবার,ভেঙে এসো সব প্রাচীর।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।