ভারত রানী
- প্রবীর রায়
ভারতবর্ষ ঋষি-মনিষীর পবিত্র ধর্মস্থান,
অরবিন্দ-বিবেকানন্দ স্বাধীন ভারতের জান,
ভণ্ড সাধু-বাবা-মায়ের চলছে মার্কেটিং প্রচার,
ভক্ত বাড়াতে টিভিতে-বেতারে জোরালো সমাচার,
অসৎ পাপী,পাপের অর্থ-ছুপাতে বাবার স্মরণ,
আলস্য জীব চমৎকার চাই-বিনাশ্রমে ধন বরণ,
সন্ন্যাস নয় পাপী ওরা-করছে বিশ্বে রাজ,
গরীব মানুষ অসুখ সারাতে-ধনীরা দেয় তাজ,
বোকা বানিয়ে লুটছে জনতায়- বাড়ছে প্রতিপত্তি,
দাঙ্গা-লড়াই তাদের ঘিরে,নেতার মদত-উক্তি,
নানান জালে-লোভ লালসায়,বশ করেছে মূর্খে,
বুদ্ধিজীবীও জড়িত সাথে-নির্ভীক আহত তর্কে,
কিছু মিডিয়া অর্থ লোভে তাদের বানায় সেলিব্রিটি,
পাখণ্ডীরা ঈশ্বর ভেবে-নিজেকে রাখেন প্রিটি,
তাদের জন্য সাধারণ মানুষ করছে জীবন শেষ,
দুর্বলরা হচ্ছে শোষণ- ধর্ষিতা আজ দেশ,
নারীদের ধর্ষণ করে-দেয় দুখীদের টোপ,
প্রতিবাদ করলে নিধন-প্রকাশ্যে অগ্নি কোপ,
কিছু বেইমান প্রশাসন-নেতাও হাতের মুঠোয়,
প্রকাশ্যে করে অন্যায়-আইনে করেনা ভয়,
গরীব ঘরের সাহসী মেয়ে-করবে পাপের নাশ,
আর নয় পাপ! পূর্ণ কোঠা-করবে সাধুর বিনাশ,
ন্যায় পেতে সে লড়ছে একা-এগোয়নি কেউ হাত ?
নেতা-সমাজ-মিডিয়া-লেখক,জ্বালেনি মোম-করেনি মিছিল-প্রতিবাদ,
বহু সংস্থা পিছিয়ে গেছে-বাবার বিস্তার দেখে,
শাসানি-হুমকি সর্বক্ষণে-পোষা গুণ্ডারা মুখ ঢেকে,
হাল ছাড়েনি লড়েছে একাই-ভারত রানী সেযে,
সাজা দিয়েছে আইন দ্বারে,নারীত্ব শক্তি গর্জে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।