দেশের কান্না
- প্রবীর রায়
দেশের ছেলে দেশ বিতাড়িত,কর্ম খোঁজে বিদেশ,
ত্যাগ করতোনা ভ্যাকান্সি থাকলে,আপন মাতৃ স্বদেশ,
সংসার টানে পাড়ি দিয়েছে,দূর সে দেশ ইরাক,
নিত্য বছর নিমেষেই কাটে,নিখোঁজে কণ্ঠ নির্বাক,
সকল ঘরের বংশ প্রদীপ,জঙ্গির হাতে শিকার,
মিডিয়া-বেতার নেতায় ব্যস্ত,মানব জন্মে ধিক্কার,
লেখক-কবি স্তব্ধ সব,নেতার মুখে কবর,
কঙ্কাল গুলো মাটি গর্ভে,পরিবার পাইনা খবর,
সরকার জাগো-মানুষ জাগো,চেতনাহীন কূটনীতিবিদ,
রাজনীতি নয় শান্তি চোখে,কর্মের জোগাও তাগিদ,
যারা জানিত জীবিত আছে,আজ নেমে এলো ঝর,
কাঁদছে দেশ ভবিষ্যত ভেবে,ধূলিসাৎ শত ঘর,
নব প্রজন্মের ব্রেনে ক্ষত,বেকার-নিরুপায় জরা,
লাশ পড়ে-অনেক প্রশ্ন,DNA ভ্রমে গড়া,
বিমান-দেহ কাফনে ঢাকা,ক্ষতিপূরণে চুপ,
বছর শেষে স্মৃতির বিদায়,জীবন অন্ধকূপ,
লাশ বুকে ভাগ্য সার্টিফিকেট, নেমন্তন্ন পত্র সেই,
আগ্নেয়গিরির অস্থিরতা,হেসে বন্ধ নিমেষেই।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।