পথে চলা দায়
- প্রবীর রায়
রাস্তা সরু আঁকাবাঁকা-দোকান বাজার পার্কিং,
বেআইনি পথ আটক-ব্যস্ত সকাল হিমসিম,
পথ চলা মুশকিল দায়-গ্রাম,শহরের ভিড়ে,
পুর-প্রধান আশ্বাস দেন-স্বস্তি পাবে অচিরে,
সারাটা দিন সড়ক যানজট-পা বাড়ালেই দোকান,
যেথায় যায় নিশ্চিত ভয়-সংকটে রয় প্রাণ,
জনতার একরাশ প্রশ্ন মনে-টোটো,অটোর ভ্যান-ভ্যন,
বাস- লরির রাস্তা ব্লক-ক্রসিং এ ব্রেক টান-টান,
রাস্তা ধারে অফিস,ডাকঘর-স্বাস্থ্যসেবা দপ্তর,
হাটের দূষণ নিশ্বাসে বিষ-প্রজন্মে ব্যধির ঝর,
ব্রহ্মাণ্ড ঘিরেছে ব্ল্যাকহোল-বিকলাঙ্গ সৃষ্টি,
মৃত্যু লেখা পা বারালেই-শনির কূদৃষ্টি,
প্রশাসন,নেতার ভাষণেই বাজিমাত-ব্যর্থ সব আইন,
সুরক্ষাহীন জীবন সবার-পলিসিও দেবে ফাইন,
মিডিয়া,লেখক করলে প্রতিবাদ,ভ্রষ্টাচারী গর্জে,
ভাঙা পুলে জান জখিমে-দেবতাও মৃত্যু বর্জে,
শিশুদের ভালোবেসে কাছে টেনে নেয় বুকে,
ভ্রুক্ষেপহীন তাদের জীবন-নিত্য সংকট মুখে,
এভাবেই যদি চলে সৃষ্টি-ধ্বংস হবে সভ্যতা,
ক্ষমতাধারীও চেয়ে দেখবে-বিনাশ মুখী ভব্যতা।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।