রাজনৈতিক যুদ্ধে দেশ টুকরো
- প্রবীর রায়

ভারত স্বাধীন রাষ্ট্র,ধ্বজা গণতন্ত্রের প্রতীক,
আজ দেশ সংকটে,স্বাধীনতা রাজনীতির বিপাকে,
নাগরিক ভ্রমে বিনাশ মুখে,উস্কানি শব্দে অশান্তির ছায়া,
স্বার্থে চক্রান্ত-ভ্রষ্টাচারী ব্যবস্থা,জাতীয় সঙ্গীতের অবমাননা,
লাশ চারিদিকে-রক্তে সিক্ত মাটি,সবুজ ঘাস লোহিত বর্ণ,
বিদ্রোহের সুর কণ্ঠে-কণ্ঠে,জাতি-ধর্ম-উচ্চ-নীচের ভেদাভেদ,
সাম্প্রদায়িক দাঙ্গায় বিভক্ত ভূ-খণ্ড,জঙ্গির আস্তানায় বারুদের গন্ধ,
বিদেশি গোয়েন্দার কূ-দৃষ্টি,দুর্বলরা-বৃহৎ শক্তির অধীন,
রাজনীতিকে নিজ স্বার্থে ব্যবহার,জনগণের ঐক্যে বিষ ঢালা,
একতা ভঙ্গ-দেশ টুকরো,লক্ষ্য সাধন-প্রভাব বিস্তার।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।