সততার লাশ শূলে
- প্রবীর রায়

সততা আজ পাথরে চাপা-অসৎ দের ভিড়,
রক্তের খেলা তাদের ঘিরে- নজরে কূচক্ষীর,
হিংস্ররা আজ চর্তুদিকে-নিয়ম-নীতি তাদের,
আসমান,জমিন সব কেড়েছে-শাসনেও রাজ তাদের,
ভালো,মন্দে তাদের বিচার-ভাগ্য গড়েন তারাই,
গণতন্ত্রে-গনহত্যা,যেখানেই পা বাড়াই,
হতাশা আর ব্যধির তাণ্ডব-জীবিত দেহেও মৃত,
শরীর নিজের-অধিকার অন্যের,বিষকে বলি অমৃত,
ভুল-ঠিক তাদের হাতে,সততা চরে শূলে !
বৃথা জীবন,আমার-তোমার,চারিদিকে লাশ ঝুলে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।