তু মি
- ফয়েজ উল্লাহ রবি
তোমার নামে লিখতে গিয়ে
চমকে শুধু যাই,
প্রতি পাতায় জীবন খাতায়
তোমায় খুঁজে পাই ।
আকাশ আমার আঁধার কালো
আলোর দেখা নাই,
প্রতি রাতেই তোমার আলোয়
রাত - দূরে সরাই ।
সাগর জলে মুক্ত মিলে
জলে হাত বাড়াই,
সুখের আশায় দুখের বুকে
শান্তির বীজ বোনা-ই ।
ঊষার দেখা নিশির রেখা
জীবনের রং শুধা-ই,
তুমিময় একা এই আমি
হাজার প্রশ্নে বোঝাই।
ক্লান্ত এই মন খুঁজে উত্তর
ঘরে একা ফিরে,
তুমি ছাড়া জীবন বৃথা !
তোমায় থাকি ঘিরে।
তুমি আমার জীবন সাথী
আজন্ম এই বাঁধন,
আছি কাছে থাকবো পাশে
তোমার সারা জীবন।
দাম্মাম, সৌদিআরব, শুক্রবার
২৫ জ্যৈষ্ঠ ১৪২৫, ০৮ জুন ২০১৮
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-১,২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।