আ বে গ
- ফয়েজ উল্লাহ রবি

এই নীল আকাশ এই কালো মেঘ
এই জীবনের বেগ,
পায় না জীবন তার গতিটা
থাকে না আবেগ ।

কঠিন-কঠোর মানুষ গুলো
পাথরে যার বাস,
মাটির বুকে পাষাণ চোখে
গড়ে যে আবাস ।

চোখে পরে কাঠের চশমা
রঙ্গিন দেখে ধরা,
মরুর বুকে জলের খুঁজে
ক্লান্ত পথিক মরা ।

কী আসে যায় মরলে মানুষ
বাঁচি আমি নিজে,
পরের খবর রাখার মতো
সময় আমার নেই যে ।

একাই আমি সুখের দেখায়
ছুটি যে তার পিছে,
আসলে সব নকল দেখা
যা পাই তা সব মিছে ।

শুক্রবার, দাম্মাম সৌদিআরব
২৫ জ্যৈষ্ঠ ১৪২৫, ০৮ জুন ২০১৮

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-১,২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।