যন্ত্র আর মানুষ
- ফয়েজ উল্লাহ রবি

যদিও মানুষ স্বপ্ন দেখে
মানুষ এখন মানুষ নাই,
যন্ত্র যতো কাজে লাগে !
মানুষ কোথায় খুঁজে পাই ।
যন্ত্র এখন মানুষ বুঝে
মানুষ বুঝে না মানুষ,
নিজের কাজে ব্যস্ত সবাই
মনুষ্যত্বহীন বেহুঁশ !
ভবিষ্যতের কথা এখন
যন্ত্রই বলে ঠিক,
ধোঁকা দেয়া ছাড়া মানুষ
পায়নি সঠিক দিক ।
মানুষ নামের মাটির পুতুল
ভেতরে তার মেশিন,
আবেগ হারা কঠিন-কঠোর
জাগে না "ম' বীন । (ম- মানুষ, মানবতা, মনুষ্যত্ব)
তবু 'মানুষ' যদি ফিরে
আসে আপন পথে,
তবেই সাজবে এই পৃথিবী
চলবে সঠিক রথে ।

২৫ জ্যৈষ্ঠ ১৪২৫, ০৮ জুন ২০১৮

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-১,২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।