ভাঙ্গা-গড়া
- ফয়েজ উল্লাহ রবি
ভাঙ্গা গড়ার এই জীবনে
দেখছি কতো খেলা,
সকাল যিনি রাজা ছিলেন
ফকির বিকেল বেলা ।
স্বপ্ন ভাঙ্গা, স্বপ্ন গড়া
এক নদীর দুই কূল,
সু-ঘ্রাণে যে সৌরভ ছড়ায়
ঘ্রাণহীন আছে ফুল ।
আঁধার যেমন কালো দেখায়
আলো দেখায় নুর,
দুখের পরে সুখের নৌকা
জানি কতো দূর ।
চলতে হবে জীবন নদী
আসুক যতো বাধা,
পৌছতে হবে সেই ঠিকানায়
জীবন একটা ধাঁধা ।
২৫ জ্যৈষ্ঠ ১৪২৫, ০৮ জুন ২০১৮
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-১,২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।