বর্ষার অবদান
- প্রবীর রায়

রুক্ষ মরু-ফাটল ভূমী,তপ্ত পরিবেশ,
খাঁখাঁ মাঠ-তৃষ্ণায় কাতর,মেঘের সন্নিবেশ,
ক্লান্ত দিবস-ব্যর্থ কৃষক,নিস্তেজ প্রকৃতি,
বরষার জল-ফেরায় মনোবল,রৌদ্র বিফল ইতি,
গগন গরজে,ধানের ক্ষেত-বৃষ্টিতে ভরপুর,
স্বপ্ন আঁকা-প্রভাত -সাঁঝে,তরী ভাসে বহুদূর,
ফুলের শাখা-পাখির গান,সাজবে বাহারে,
শিশুর উল্লাস,বর্জ্য ধোবে-বৃষ্টি আষাঢ়ে,
যেদিক চায়-জল থই-থই,স্বদেশ-বিদেশ এক,
উচ্চ-নীচ,ধর্মের বিভেদ-জল স্পর্শে ত্যাগ,
ক্ষণিকের হাসি-হঠাৎ শোক,বরষায় ভাসে সব,
প্রাণের হানী-আপন নিখোঁজ,কণ্ঠে স্তব্ধ রব,
সুখ-দুঃখ,শূন্য জীবনে-তোমাতে বরষা,
প্রকৃতি নির্ভর-সৃষ্টি সভ্যতা,সকলের ভরসা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।